সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় নেই ফেসবুক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 519 ভিউজ

ব্র্যান্ডের তালিকায় নেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। চলতি বছরের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে ওমনিকম ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ড।

এই তালিকায় ফেসবুকের অবস্থান ১৪। তালিকায় সেরা ব্র্যান্ডের স্থান দখল করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

চলতি বছর ফেসবুকের ব্র্যান্ড মূল্য ১১ দশমিক ৮ শতাংশ কমে ৩৯ হাজার ৮৫৭ মিলিয়ন ডলারে নেমে গেছে। ২০১৮ সালের ইনডিপেনডেন্ট রিসার্চ ফার্মের পোনমন ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায়, কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারিতে ৮৭ মিলিয়ন ব্যবহারকারী জড়িত থাকার পর ফেসবুকের প্রতি ব্যবহারকারীদের আস্থা ৬৬ শতাংশ কমে গেছে।

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শুধু ২৮ শতাংশই বিশ্বাস করেছেন যে, কোম্পানিটি গোপনীয়তা রক্ষা করে কাজ করে। অন্যদিকে, শীর্ষস্থান দখলকারী অ্যাপলের ব্র্যান্ড মূল্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লাখ ৩৪ হাজার ২৪১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে গুগল। তাদের ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৬৭ হাজার ৭১৩ মিলিয়ন ডলার হয়েছে।

তৃতীয় স্থানে অ্যামাজন। এ ছাড়া মাইক্রোসফট চতুর্থ, কোকাকোলা পঞ্চম এবং স্যামসাং তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানটি টয়োটা এবং অষ্টম স্থানে আছে মার্সেডিজ, নবম ম্যাকডোনাল্ড ও ডিজনি আছে দশম স্থানে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন