রেডমি কে৩০ প্রো ফোনের স্টক শেষ ৩০ সেকেন্ড

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 272 ভিউজ

শাওমি কয়েকদিন আগেই চীনে তাদের নতুন ফোন রেডমি কে ৩০ প্রো ৫জি লঞ্চ করেছিল। লোকাল মার্কেটে এই ফোনটির প্রথম সেল ছিল ২৭ মার্চ। আর সেই সেলে কেবল ৩০ সেকেন্ডে সমস্ত রেডমি কে ৩০ প্রো ৫জি এর ইউনিট বিক্রি হয়ে গেছে বলে দাবি করেছে শাওমি। কোম্পানি এই খবর তাদের উইবো পেজে জানিয়েছে। যদিও এই সেলে ঠিক কত ইউনিট রেডমি কে ৩০ প্রো ৫জি মজুত ছিল তা কোম্পানি জানায়নি। তবে শাওমির তরফে বলা হয়েছে ওইটুকু সময়ে তারা প্রায় ১ বিলিয়ন ইনকাম করছে।

রেডমি কে ৩০ প্রো স্পেসিফিকেশন :
রেডমি কে ৩০ ফোনে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। যেটিতে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট ও ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৭ শতাংশ। পারফরম্যান্সের কথা বললে iQOO 3 এবং রেডমি কে ৩০ প্রো এর মত এই ফোনেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এই ফোনে দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে ইউএফসি ৩.১ সাপোর্ট। ফোন গরম না হওয়ার জন্য এখানে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৭০০ ,এমএএইচ ব্যাটারি। শাওমি রেডমি কে ৩০ প্রো ফোনে পাবেন পপ আপ সেলফি ক্যামেরা।

আবার পিছনে গোল আকারে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রধান ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল।এই ক্যামেরায় ডুয়েল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাথে ৩ এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। পিছনের অন্য তিনটি ক্যামেরা হল ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

সেলফির জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটি আইপি৫৩ রেটিং সহ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে পাবেন ডুয়েল মোড ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট। ফোনটি সাদা, নীল, গোলাপি ও ধূসর রঙে পাওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন