মটোরোলা শক্তিশালী ব্যাটারির ফোন আনল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 273 ভিউজ

নতুন ফোন এনেছে মটোরোলা। মডেল মটো ই সেভেন প্লাস। সপ্তাহ খানেক আগে ব্রাজিলের বাজারে ফোনটি উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটা আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। মটোরোলার নতুন এই ডিভাইসে আছে ৬.৫ ইঞ্চির এইচডি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১৬০০ পিক্সেল। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ মডেলের চিপসেট ব্যবহৃত হয়েছে।

৪ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি রম ব্যবহৃত হয়েছে। রম মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ছবির জন্য ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।

ব্যাকআপের জন্য নতুন এই ডিভাইসে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ১০ পাই অপারেটিং সিস্টেম চালিত।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন