বাংলাদেশ রেলওয়ের অ্যাপ নতুন ফিচারে

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 1185 ভিউজ

যারা বাংলাদেশের রেললাইনে ভ্রমন করেন কেবল তারাই জানেন রেলের বর্তমান অবস্থা। টিকিট কাটা থেকে শুরু করে ঠিকমত রেল আসা যাওয়াতেও রয়েছে চরম ভোগান্তি। এত কিছুর পরেও অনেকে রেল ভ্রমণকে নিরাপদ মনে করেন।

এসব ভোগান্তি থেকে মুক্তি দিতে সম্প্রতি নতুন রূপে সাজানো হয়েছে বাংলাদেশ রেলেওয়ের আমাদের রেল অ্যাপটিকে। নতুন অনেক ফিচার এই অ্যাপটিতে যুক্ত হয়েছে। দেশীয় একটি অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান ডিকোড কাজ করে যাচ্ছেন অ্যাপ্লিকেশনটি নিয়ে। ইতিমধ্যে অ্যাপটি যাত্রীদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছে।

অ্যাপ্লিকেশনটি এ পর্যন্ত ৫০ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে এবং গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটির রেটিং ৪.৫।

amader-rail

রেলের নতুন অ্যাপ্লিকেশনে যা যা থাকছে –

১. বাংলাদেশের সকল জেলা বা বিভাগে ট্রেনের টিকিটে মূল্য ।

২. মোবাইলে টিকেট কেনা বা বুকিং সুবিধা।

৩. দেশের সব ট্রেনের শিডিউলের বিস্তারিত তথ্য।

৪. রেললাইন ট্র্যাকিং সুবিধা।

৫. বাংলাদেশের সকল রেল স্টেশনের লোকেশন তথ্য।

৬. বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের যোগাযোগ নাম্বার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন