ঢাবিতে মিলবে অ্যাপ ভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 435 ভিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো দেশের প্রথম অ্যাপ ভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ‘পরীক্ষামূলক’ কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)র সহযোগিতায় ‘ডিউ চক্কর’ সেবায় শুধুমাত্র এই বিশ্ববদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিবন্ধন করতে পারবেন বলে জানান কর্মকর্তারা। জোবাকের নির্বাহী প্রধান মেহেদি রেজা বলেন, ‌‘দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা জোবাইকের জন্য ‘অনন্য অর্জন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথম ৫ মিনিট ২.৫ টাকা থেকে শুরু করে পরের প্রতি মিনিট চল্লিশ পয়সা করে সেবা নেয়া যাবে। বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে এতে নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান ভবন, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রয়োজনীয় স্থানগুলোতে বাইসাইকেলের স্ট্যান্ড থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ২০১৮ সালে কক্সবাজারে প্রথম জোবাইকের বাইসাইকেল শেয়ারিং সেবা শুরু হয়। এরপর জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মিরপুর ডিওএইচএসে জোবাইক সেবা রয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন