ভিডিও কলিং অ্যাপ জুমের মতো গুগল ডুয়োতেও লিংক শেয়ার করা যাবে। অ্যাপটির ভি-৮৯ এর পরের সংস্করণগুলোতে ফিচারটি কাজ করবে। গুগল এর আগে ঘোষণা দিয়েছিল, সবচেয়ে ভালো ভিডিও কলিং সেবা নিশ্চিত করতে ডুয়ো আরো আপডেট হচ্ছে। এর ধারাবাহিকতায় ইনভাইট লিংক পাঠানোর সুবিধাও চালু হচ্ছে।
এখন থেকে গুগল ডুয়োতে গ্রুপ খুললে একটি লিংক দেখা যাবে। এই লিংক কপি করে অন্যদের পাঠানো যাবে। চাইলে লিংকটি অন্যান্য অ্যাপেও শেয়ার করা যাবে। লিংটিতে ক্লিক করে যে কেউ ভিডিও কলে অংশ নিতে পারবেন।
ফিচারটি প্রাথমিকভাবে শুধুমাত্র স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। ডেক্সটপে ফিচারটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়া ডুয়োর ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন একসঙ্গে যোগ দিতে পারবেন।