কেন শূন্য দিয়ে শুরু দেশের সব মোবাইল নম্বরই

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 514 ভিউজ

দেশের মোবাইল নম্বর শুরু হয় একটা শূন্য দিয়ে। কারণ, এই শূন্য হলো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনের স্বীকৃত বাংলাদেশের ভেতরের মোবাইল কল সংকেত। যদি দেশের ভেতরের কাউকে ফোন করি, তাহলে এই শূন্য সংকেত থেকে টেলিকমিউনিকেশনস সিস্টেম বুঝে নেবে যে এই কলটি বাংলাদেশের ভেতরে যোগাযোগ করতে চায়।

যদি বাইরের কোন দেশ থেকে কল করতে হয়, তাহলে প্রথমে ০০৮৮ লিখে তারপর ০ নম্বর টিপতে হবে। কারণ ০০ অর্থ আন্তর্জাতিক কল, ৮৮ হলো বাংলাদেশ, তারপর ০ দিয়ে শুরু মানে মোবাইলে বাংলাদেশের ভেতরে কল যাবে।

বাংলাদেশের কোড হলো ৮৮০। যদি নম্বরটি ০১৫… তাহলে টেলিটক, আর ০১৭…… হলে সেটা হবে গ্রামীণফোন ইত্যাদি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন