আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা ফোর্টনাইট গেমসহ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 295 ভিউজ

জনপ্রিয় মোবাইল গেম ‘ফোর্টনাইট ব্যাটল রয়েল’ এ সপ্তাহে গুগল এবং অ্যাপল- উভয় অ্যাপ স্টোর থেকে বিতারিত হওয়ায় খবরের শিরোনাম হয়ে উঠে। গেমটির নির্মাতা কোম্পানি এপিক গেমস তাদের জনপ্রিয় এই গেমিং অ্যাপে সরাসরি পেমেন্ট সিস্টেম চালু করায়, অ্যাপ স্টোর পেমেন্ট গাইডলাইনসের নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে অ্যাপল তাদের অ্যাপ স্টোর এবং গুগল তাদের প্লে স্টোর থেকে সম্প্রতি গেমটি মুছে দেয়।

গেমটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় এই গেম প্রি-ইনস্টল থাকা আইফোন অনেকে অনলাইনে বিক্রি করে দিচ্ছেন বলে মিরর অনলাইনের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ই-কমার্স সাইট ইবে-তে কয়েকজন আইফোন ব্যবহারকারীকে দেখা গেছে, নগদ অর্থ পাওয়ার প্রত্যাশায় প্রি-ইনস্টল ফোর্টনাইট গেমসহ তাদের ফোন বিক্রি করে দিতে।

এদিকে গুগল এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট গেমকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করেছে এপিক গেমস। ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলায় এপিক বলেছে, জায়ান্ট প্রতিষ্ঠান হওয়ার সুবাদে অ্যাপল একাই বাজার নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা বন্ধ এবং উদ্ভাবনকে দমন করতে চায়। অ্যাপল বড়, অধিক ক্ষমতাশালী, বেশি আধিপত্যশীল এবং বাজারে একচেটিয়াবাদীদের চেয়েও বেশি বিপজ্জনক।’

তবে শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি এপিক। সোশ্যাল মিডিয়া অ্যাপলের বিরুদ্ধে ক্যাম্পেইনও চালু করেছে প্রতিষ্ঠানটি। ফ্রি ফোর্টনাইট হ্যাশট্যাগ দিয়ে চালু করা এই ক্যাম্পেইনে গেমটির খেলতে না পারলে অ্যাপলের কাছ থেকে রিফান্ড চাওয়ার জন্য প্লেয়ারদের আহবান জানানো হয়েছে।

অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইটকে বাদ দেওয়ার কারণ হিসেবে অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, এপিক মূলত সরাসরি পেমেন্ট ফিচার চালু করেছে। যেটি ‘এক্সপ্রেস ইনটেন্ট অব ভায়োলেটিং দ্য অ্যাপ স্টোর গাইডলাইনস’ বিরোধী, যা কিনা কেবল তাদের (এপিক) ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। ফলে সকল ব্যবহারকারীর জন্য নিরাপদে স্টোর ব্যবহার এবং অ্যাপের উন্নয়নের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য এ নীতিমালা করা হলেও এপিকের এমন পদক্ষেপ এটির মধ্যে পড়ছে না।’

অ্যাপলের মতো গুগলও তাদের প্লে স্টোর থেকে ফোর্টনাইট গেমটিকে বাদ দিলেও, টেক জায়ান্ট কোম্পানিটির মুখপাত্র ড্যান জ্যাকসন এপিকের মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘যেটাই হোক, এপিকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। আমরা তাদের স্বাগত জানাই এবং চাই যে ফোর্টনাইট আবারো গুগল প্লে স্টোরে ফিরে আসুক।’

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন