অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 306 ভিউজ

মাইক্রোসফটে যোগ দিয়েছেন সাবেক অ্যাপল নির্বাহী রুবেন কাবাইয়েরো। সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার নকশা ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি নিজের লিংকডইন প্রোফাইলে নতুন প্রতিষ্ঠান ও পদবীর নাম যোগ করেন রুবেন। খবরটি সম্পর্কে প্রথমে জানিয়েছে বাণিজ্য বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এ সম্পর্কিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ বলেছে, মাইক্রোসফটের ‘মিক্সড রিয়েলিটি এবং এআই’ বিভাগেও কাজ করবেন রুবেন কাবাইয়েরো। হলোলেন্স, এবং এ ধরনের অন্যান্য প্রকল্পেও অংশ নেবেন সাবেক এ অ্যাপল নির্বাহী। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত অ্যাপলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আইফোন, আইপ্যাড ও ম্যাকের ভেতরের অ্যান্টেনা প্রযুক্তি কাবাইয়েরো ও তার টিম মিলে তৈরি করেছেন বলে উল্লেখ করেছে এনগ্যাজেট। ২০১৯ সালে অ্যাপল ছাড়ার পর থেকে বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। রুবেন কাবাইয়েরো-কে নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে মাইক্রোসফট-ও। তবে, তিনি কোন প্রকল্পে কাজ করবেন তা সুনির্দিষ্টভাবে জানায়নি প্রতিষ্ঠানটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন