অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গবেষণার শেষ নেই। বড় বড় প্রতিষ্ঠানগুলো কোটি কোটি ডলার ব্যয় করছে এর মান উন্নয়নে। ফলে এর হালনাগাদ অপারেটিং সিস্টেমগুলো যখনই আসে, তখন কোনো না কোনো নতুন তথ্য নিয়ে আসে। তবে এবার অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার নিয়ে সামনে এলো নতুন তথ্য।
বিশ্বখ্যাত অ্যান্ড্রয়েড ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং নাকি তাদের পরবর্তী ফোনে ১৬ জিবি র্যাম রাখার পরিকল্পনা করছে। এমনকি ১৬ জিবি র্যাম ব্যাপক আকারে উৎপাদন করছে। অর্থাৎ এরপর থেকে বেশিরভাগ ফোনেই র্যাম ১৬ জিবি হওয়ার কথা।
সূত্রমতে, স্যামসাং তাদের পরবর্তী ফোনে ১৬ জিবি এলপিডিডিআর৫ ডির্যাম ব্যবহার করতে যাচ্ছে। ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডাটা ট্র্যান্সফার হবে আগের চেয়ে দ্রুত গতিতে। আগের তুলনায় ১.৩ গুণ দ্রুত ডাটা ট্র্যান্সফার হবে।অন্যদিকে একটা সাধারণ মানের ল্যাপটপের র্যাম শুরু হয় ৮ জিবি র্যাম দিয়ে।
ফলে সামনের বেশিরভাগ ফোনে যদি র্যাম ১৬ জিবি হয়ে যায়, তাহলে এক সময় ল্যাপটপ বেকার হয়ে যাওয়ার চান্স আছে। আর যেভাবে দিনকে দিন অ্যান্ড্রয়েড ফোন র্যামের মান বাড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে সে সময় বেশি দূরে নয়, যেদিন অ্যান্ড্রয়েড ফোনের র্যাম বা স্পিড পারসোনাল কম্পিউটারের চেয়ে বেশি হবে।