আপনি যদি একটি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে Truecaller সম্পর্কে শুনে থাকার কথা। Truecaller ব্যবহার করার সুবিধা হচ্ছে, এই অ্যাপটি ইনস্টল করা থাকলে অনেক ক্ষেত্রেই মোবাইলে কল কিংবা এসএমএস এলে কল ও এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যায়। অর্থাৎ, আপনার ফোনে যদি একজনের নাম্বার সেইভ করা না থাকে, তারপরেও Truecaller ইনস্টল করা থাকলে অনেক ক্ষেত্রে অ্যাপটি অচেনা নম্বরের ব্যবহারকারীর নাম বলে দিতে পারে। প্রায় ৫ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ Truecaller অ্যাপ আপনার কাছে কিছুটা ম্যাজিকের মত মনে হতে পারে। তবে Truecaller ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতাও অবলম্বন করতে হবে।
এবার গ্রুপ চ্যাটের ফিচার নিয়ে এল Truecaller। সম্প্রতি ভিওআইপি কলিং-এ ‘কল ওয়েটিং’-সহ একাধিক ফিচার চালু করল জনপ্রিয় এই অ্যাপ। Truecaller-এর গ্রুপ চ্যাটে ছবি, ভিডিও শেয়ার করা যাবে। তবে অবাঞ্ছিত সদস্যদের এই গ্রুপ চ্যাট থেকে দূরে রাখা যাবে সহজেই। কারণ, আমন্ত্রণ জানালে তবেই Truecaller-এর কোনও গ্রাহক এই গ্রুপে যোগ দিতে পারবেন।
Android এবং iOS গ্রাহকরা— সকলেই Truecaller-এর এই নতুন গ্রুপ চ্যাট-এর সুবিধা নিতে পারবেন। জানা গিয়েছে, গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই ফিচারে। কোনও গ্রুপে যে সব সদস্যের নম্বর সেভ করা থাকবে শুধুমাত্র তাঁরাই গ্রুপের বাকি সদস্যদের নম্বর দেখা যাবে। গ্রুপে অচেনা কোনও সদস্যদের কাছে কোনও নম্বর শেয়ার করার আগে, যাঁর নম্বর শেয়ার করছেন তাঁর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। অনুমতি মিললে তবেই কোনও নম্বর শেয়ার করা যাবে।