ছবি চুরি ঠেকাতে সার্চে ছবি দেখার অপশন তুলে নিল গুগল

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 482 ভিউজ

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল থেকে পছন্দ মতো ছবি ডাউনলোড করে ব্যবহার করার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলত ছবির কপিরাইট সুরক্ষিত রাখতে এই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে গুগল। টুইটারে একটি পোস্টের মাধ্যমে নতুন এই পরিবর্তনটির কথা জানানো হয়েছে।

এতদিন নানা প্রয়োজনে গুগল থেকে ছবি সার্চ করার সময় ‘ভিউ ইমেজ’ নামের একটি ফিচার ছিল, যেখানে ক্লিক করলেই ছবিটি বড় আকারে দেখা যেত। সম্প্রতি ছবি চুরি ঠেকাতে এই ফিচারটি বন্ধ করে দিয়েছে গুগল। কপিরাইট সুরক্ষা করা ও ছবির প্রকৃত মালিককে ক্রেডিট দিতেই গুগল তাদের ইমেজ অপশনে কিছু পরিবর্তন এনেছে।

২০১৬ সালে গুগলের বিরুদ্ধে ছবি চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন বিখ্যাত ফটো এজেন্সি গেটি ইমেজ। এরপর থেকে ছবির কপিরাইট সুরক্ষা নিয়ে গেটি ইমেজের সঙ্গে কাজ করে যাচ্ছে গুগল।
Projukti_Saradin
‘ভিউ ইমেজ’ বাটনে ক্লিক করে খুব সহজেই ছবিটির পূর্ণ সাইজ পাওয়া যেত। নতুন পরিবর্তনের ফলে ‘ভিউ ইমেজ’ বাটনের যায়গায় এসেছে ‘ভিসিট’ বাটন। ফলে এখন থেকে ছবিটি বড় আকারে দেখতে চাইলে ‘ভিসিট’ বাটনে ক্লিক করে সরাসরি ছবিটির মূল ওয়েবসাইট থেকে নিতে হবে।

গুগলের এই সিদ্ধান্তে ব্যবহারকারীরা কিছুটা অসুবিধায় পড়েছেন। তবে নতুন পরিবর্তনের মাধ্যমে ছবি চুরির বিষয়টি কতখানি ঠেকাতে পারবে গুগল, তা এখন দেখার বিষয়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন