৮ জিবি র‌্যামের যত শক্তিশালী ফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 421 ভিউজ

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব এসেছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে শক্তিশালী কনফিগারেশনের ফোন। ফোনে যত বেশি র‌্যাম থাকে সেই ফোনটির কার্যসম্পাদনের ক্ষমতাও তত বেশি। জেনে নিন ৮ জিবি র‌্যামের হুয়াওয়ের শক্তিশালী কনফিগারেশনের কয়েকটি ফোনের খবর।

হুয়াওয়ে পি৪০
এই ফোনে রয়েছে অক্টা-কোর কিরিন ৯৯০ ৫জি চিপসেট। অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের এই ফোনে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকবে। এই ফোনে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
এলজি ভি৬০ থিঙ্ক এই ফোনে থাকবে একটি ৬.৮ ইঞ্চি পি-ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২৮জিবি স্টোরেজ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

অনর ৩০এস ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ হবে এই ফোন। থাকছে কিরিন ৮২০ চিপসেট, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।

হুয়াওয়ে পি৪০ প্রো এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কিরিন ৯৯০ চিপসেট, ৪,২০০ এমএএইচ ব্যাটারি, ৮জিবি র‍্যাম।

হুয়াওয়ে পি৪০ প্রো প্লাস এটা পি৪০ সিরিজের সবথেকে দামী মডেল। থাকছে ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লে, অ্যানড্রয়েড ১০, অক্টা-কোর প্রসেসর, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অনার ১০ জিটি
থাকছে নচ যুক্ত ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২২৮০ x ১০৮০ পিক্সেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে সামনেই, ডিসপ্লের নিচে। নচের মধ্যে আছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পেছনে ১৬ আর ২৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরাও আছে অপরিবর্তিত। প্রসেসর দেয়া হয়েছে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৭০। হেডফোন জ্যাক আর ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে আগের মতোই।

নোভা ৫টি
৮ জিবি র‌্যামের এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে কিরিন অক্টাকোরের ৯৮০ এআই প্রসেসর। অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের সাথে থাকছে ১২৮ জিবি রম সুবিধা। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ ফোনটির পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ২২.৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জিং সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন