গুগল ম্যাপে এখন থেকে বিভিন্ন যায়গা খোজার পাশাপাশি সেই যায়গার যানজটের সর্বশেষ অবস্থাও জানা যাবে। গত ১০ই নভেম্বর থেকে বাংলাদেশে গুগল ম্যাপ তাদের এই ফিচারটি চালু করেছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের মতো ঢাকার সড়কগুলোর যানজটের সর্বশেষ তথ্য জানা যাবে গুগল ম্যাপের মাধ্যমে। গুগলের রিয়েল টাইম ট্রাফিক আপডেট সুবিধার কারণে রাজধানীর কোন সড়কে জ্যাম আছে বা কোন সড়কে যানবাহন ধীর গতিতে চলছে তা গুগল ম্যাপের মাধ্যমে জানা যাবে সহজেই। এছাড়া কোন সড়ক ফাঁকা তাও জানা যাবে গুগলের এই ম্যাপের মাধ্যমে।
যে কেউ গুগল ম্যাপে থেকে পছন্দের লোকেশনে গিয়ে ম্যানু বার থেকে ট্রাফিক সিলেক্ট করলে দেখা যাবে কয়েকটি রঙের চিহ্ন। এই চিহ্ন গুলো দিয়ে ঢাকার সড়কগুলোতে যানজট বোঝানো হচ্ছে। যে রাস্তায় জ্যাম নেই সেখানে সবুজ রঙ দেখাবে, যেখানে হালকা জ্যাম সেখানের রাস্তায় কমলা রঙ দিয়ে বোঝানো হচ্ছে। আর লাল রঙ দিয়ে বোঝানো হচ্ছে ভয়াবহ জ্যাম মানে সে সব রাস্তায় গাড়ি আটকে আছে।
গুগলের এই সুবিধা ইন্টারনেট সংযোগ থাকা স্মার্টফোনের গুগল ম্যাপ ফিচার থেকে নোটিফিকেশনের মাধ্যমে কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।