ফেসবুক বদলে যাচ্ছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 516 ভিউজ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আসছে। ফলে অনেকটাই বদলে যাচ্ছে ফেসবুক। বদলটা শুরু হবে ম্যাসেঞ্জার দিয়ে। শিগগিরই ম্যাসেঞ্জারে নতুন আপডেট আসছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, নতুন আপডেটে এমন একটি বিভাগ থাকবে যেখানে ফেসবুকে বন্ধুদের প্রোফাইলের বৈশিষ্ট্য দেখা যাবে, যারা সম্প্রতি ফেসবুকে সক্রিয় ছিলেন বা কোনও স্টোরি আপডেট করেছেন। এছাড়াও স্টোরি ট্যাবের পাশে, একটি ট্যাব থাকবে যা অনলাইনে থাকা বন্ধুদের নাম দেখাবে।

বর্তমানে মেসেঞ্জারে তিনটি বিভাগ থাকে। চ্যাট, পিপল এবং ডিস্কভার। চ্যাটে কার কার সঙ্গে কথা হয়েছে তা দেখা যায়। পিপল ট্যাবে কারা অনলাইন রয়েছে তা দেখা যায়। নতুন পদক্ষেপের ফলে মানুষ আরও বেশি সময় ফেসবুকে কাটাতে চাইবেন। এছাড়াও ফেসবুক থেকে পাওয়া সুবিধা নিতে চাইবেন।

ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন নতুন ডিজাইনটি শিগগিরই চালু হবে। এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে মানুষ ফেসবুকে আরও আগ্রহী হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন