শাওমির শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 359 ভিউজ

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি। এটি রেডমি সিরিজের ফোন। মডেল রেডমি নোট নাইন। এর প্রো ভার্সনও ছাড়া হবে। এই মার্চেই ফোনটি বাজারে পাওয়া যাবে। সম্প্রতি ফোনটি ছবি ও কনফিগারেশন বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এফসিসি ওয়েবসাইটে ফোনটির যাবতীয় তথ্য মিলেছে। এতে বলা হয়েছে ফোনটিতে ৪২৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৩০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিভাইসটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআইইউআই ইন্টারফেস থাকছে। এফসিস সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গেছে রেডমি নোট ফোনে শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লেসহ বাজারে আসবে।

এই দুই ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকবে। ফোনের পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল ব্যবহার করেছে। আইফোন ১১ সিজিরের ফোনগুলোতে একই ডিজাইনের ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন