এটাই ভিভো ভি ১৯ ফিচারগুলি দেখে নিন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 559 ভিউজ

৩ মার্চ লঞ্চ হতে পারে ভিভো ভি ১৯ । লঞ্চের আগেই এই ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করল ভিভো। ইন্দোনেশিয়ায় কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিভো ভি ১৯ – এর বিভিন্ন ফিচার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। যদিও ভারতে এই ফোন সম্পর্কে এখনও উচ্চবাচ্য করেনি কোম্পানি। ভিভো ভি ১৯ এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হয়েছে।

ইন্দোনেশিয়ায় কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানা গিয়েছে ভিভো ভি ১৯ এ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই এলইডি ফ্ল্যাশ থাকছে। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে।

এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লের নীচে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। কম আলোতে সেলফি তোলা জন্য ভিভো ভি ১৯ এ থাকছে ‘সুপার নাইট সেলফি’ মোড। ১০ মার্চ ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন