ভিআর ডেভেলপার প্রতিষ্ঠান কিনল ফেসবুক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 490 ভিউজ

গত বছরের সবচেয়ে জনপ্রিয় ভিআর (ভার্চুয়াল রিয়ালিটি) গেমস ‘‘আসগার্ড’স র্যাথ” নির্মাতা সানজারু গেমসকে অধিগ্রহণ করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। সম্প্রতি ভিআর ডেভেলপার প্রতিষ্ঠানটি ক্রয়ের কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তবে এ অধিগ্রহণে কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

এক বিবৃতিতে সানজারু গেমস জানিয়েছে, স্বাধীনভাবে পরিচালিত স্টুডিও হিসেবে ফেসবুকের অকুলাস টিমে যুক্ত হতে পেরে তারা খুবই আনন্দিত ও শিহরিত। দুটি প্রতিষ্ঠান একত্রে দারুণ সব ভিআর কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ফেসবুকের প্রতিক্রিয়ায় জানানো হয়, সানজারুর বেশির ভাগ কর্মী অকুলাস স্টুডিওতে যোগদান করবে। এর আগেও গত বছর নভেম্বরে আরেকটি ভিআর গেম নির্মাতা প্রতিষ্ঠান বিট গেমস অধিগ্রহণ করেছিল ফেসবুক। পরে বিট সাবের নামে একটি ভিআর গেমসও বানিয়েছিল প্রতিষ্ঠানটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন