কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 291 ভিউজ

গত ডিসেম্বরে বার্ষিক সম্মেলনে কোয়ালকম নতুন দুটি প্রসেসর উন্মোচন করেছিলো যুক্তরাষ্ট্রের প্রসেসর নির্মাতা কোম্পানি কোয়ালকম। এর বৈশিষ্ঠ্য প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছিলো এবং শিগগিরই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মোবাইল প্রসেসর মার্কেটে শীর্ষে উঠে আসে চিপটি।

এই প্রসেসরটির বিশেষ ফিচারগুলোর মধ্যে ছিলো কম্পিউটার ভিশন ইঞ্জিন, ৮কে ভিডিও এবং ২০০ মেগাপিক্সেল ফটো সাপোর্টসহ এআই প্রসেসিং। আগের প্রসেসরটির তুলনায় এর প্রসেসিং পাওয়ার ছিলো দ্বিগুন।

তবে বাজার মাতানো প্রসেসরটি পরবর্তী সংস্করণ আসছে শিগগিরই। খবর ফোন এরিনা। আগামী দুই মাসের মধ্যেই জানা যেতে পারে নতুন চিপটির স্পেসিফিকেশন। আর এটি হাতে পারে ‘স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস’, যা বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন করা হতে পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন