করোনা ভাইরাস সর্বপ্রথম এআই প্রযুক্তিই শনাক্ত করে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 342 ভিউজ

সর্বপ্রথম করোনা ভাইরাস সম্পর্কে কানাডিয়ান এআই কোম্পানি ব্লুডট সতর্ক করেছিল। গত বছরের ৩১ ডিসেম্বর এ সতর্কবার্তা পাঠায় তারা।

চলতি মাসের ৯ জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাস সম্পর্কে জানায়। বিশ্বের ৬৫টি ভাষার সংবাদপত্র থেকে ব্লুডট মেশিন লার্নিং অ্যালগরিদম ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনিকের সাহায্যে ডেটা সংগ্রহ করে। এছাড়াও এআই বিভিন্ন হেলথ রিপোর্টের প্যাটার্ন, আকাশ পথে ভ্রমণের তথ্য, উদ্ভিদ ও প্রাণীর রোগসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ সতর্কবার্তা দেয়।

ব্লুডট কোম্পানির প্রতিষ্ঠাতা কামরান খান জানান, এ বিষয়ে এআই আগেই তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল। চীনের করোনা ভাইরাস কয়েকদিনের মধ্যেই তাইপে, সিউল ও ব্যাংককেও ছড়াবে। মহামারি আকারে কোনো রোগ ছড়ানোর আগেই শনাক্ত করা সম্ভব হলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা যায়।

সম্প্রতি উহান শহরে যে করোনা ভাইরাসটি ছড়িয়ে গেছে তা চীন সরকার বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জানাতে বেশ দেরি করে ফেলেছে। এ পর্যন্ত ৮১ জন এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন