নিজেদের ন্যান্ড মেমোরি-চিপ ইউনিট বিক্রির প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ইন্টেল। দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান হাইনিক্স প্রায় ১০ বিলিয়ন ডলারে এই ইউনিটটি অধিগ্রহণ করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শিগগিরই এই ডিলটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর এই খবরে ইন্টেল শেয়ার মূল্য প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে অবশ্য উভয় কোম্পানি থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ বিভিন্ন পোর্টেবল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট এবং সলিট-স্টেট ড্রাইভে ব্যবহার করা হয়।