কম্পিউটার আমরা সবাই কমবেশি চিনি তাই না?অনেকে হয়ত এটি কেনার বা নিজে আলাদা করে পার্টস কিনে পরে বানানোর চিন্তা করছেন।যদি আপনি এমন হন তাহলে এই লেখাটি আপনারই জন্য।এইখানে আমরা জানব যে কম্পিউটার কেনা বা বানানোর সময় কোন কোন বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে।
- মাদারবোর্ডঃ হ্যাঁ, ঠিকই দেখেছেন।কম্পিউটার কেনা বা বানানোর সময় অবশ্যই ভাল মানের মাদারবোর্ড কিনতে হবে।কারণ ভাল মাদারবোর্ডে গতি বেশি দিবে আর পরে আপনার কম্পিউটারকে আপগ্রেড করার সময় কোন অসুবিধা হবে না।কিন্তু যদি মাদারবোর্ড দূর্বল হয় তাহলে আপনাকে গতি তো কম দিবেই তার উপর আবার পরে আপগ্রেড করার সময়েও সমস্যা হবে।
- র্যাম ও প্রোসেসরঃ র্যাম এখন কম করে হলেও ৪ জিবি(৪ গিগাবাইট) এর আর আপনার মাদারবোর্ডের সীমার মধ্যে থাকে এমন র্যাম ব্যবহার করুন।তাহলে যেকোন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ বা লিনাক্সের যেকোন ভার্সন আপনার সিস্টেমে মোটামুটি কাজ করবে আর যদি ৮ জিবি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভাল।আর প্রোসেসরের নাম যেমন কোর আই ফাইভ বা আই থ্রি না দেখে তার ভেতরের জিনিস দেখে যাচাই করুন।নিশ্চিত করুন যে প্রোসেসরের গতি কম করে হলেও ৩ গিগা হার্য হয়।তাহলে মুটামুটি ভালই চলবে।
- ফ্যানঃ হ্যাঁ, কেসিং ফ্যান আর প্রোসেসরের ফ্যান যত ভাল আর বেশি হবে আপনার কম্পিউটার ততই ভাল আর বেশিদিন চলবে।বেশিরভাগ প্রোসেসরের সাথেই একটা ফ্যান দেয় আর যদি না দেয় তাহলে কিনে নিতে হবে।আর কেসিং এর সাথে একটা কিংবা দুইটা ভাল মানের ফ্যান লাগালেই সাধারণ ব্যবহারকারীর জন্য ভাল হবে।
- পাওয়ার সাপ্লাইঃ হ্যাঁ, আপনার কম্পিউটারে আপনি কোন ধরণের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছেন তার উপরেও আপনার কম্পিউটারের গতি নির্ভর করে।কারণ যদি কম্পিউটার বিদ্যুৎ অর্থাৎ শক্তি বেশি পায় তাহলে কাজ আরও ভাল করে করতে পারবে।তাই একটি ভাল মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন।
- এইচডিডি নাকি এসএসডিঃ এইচডিডি মানে হলো হার্ড ডিস্ক ড্রাইভ আর এসএসডি হলো সলিড স্টেট ড্রাইভ।আর সাধারণভাবেই এসএসডির গতি এইচডিডির গতির তুলনায় বেশি।তাই যদি সামর্থ্য থাকে এসএসডি কিনে সেখানে আপনার অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারেন।
- কেসিংঃ কেসিং মূলত আপনার পারফর্মেন্সে তেমন কোন প্রভাব ফেলবে না তবে কেসিং আকারে বড় হলে পরিষ্কার করতে আর যন্ত্রাংশ লাগাতে বেশ সুবিধা হবে।
- মনিটরঃ সাধারণ পারফর্মেন্স পেতে হলে আপনি প্রায় ২০ ইঞ্চি এলইডি আইপিএস মনিটর ব্যবহার করতে পারেন।এটি কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন যে মনিটর কতটা জরুরি।
- মাউস ও কি-বোর্ডঃ হ্যাঁ, মাউস আর কি-বোর্ডকে আপনি যতটা অপ্রয়োযোনীয় মনে করেন সেগুলো আসলে ততটা অপ্রয়যোনীয় নয়।আপনার মাউস আর কি-বোর্ড ভাল হলে আপনার মাউস সেনসিটিভিটি আর টাইপিং স্পীড বেশ খানিকটা বেড়ে যাবে।তাই ভাল মানের মাউস আর কি-বোর্ড কিনুন।
- টেবিল ও চেয়ারঃ সাধারণ উচ্চতার টেবিল আর একেবারেই ছোট হাতলযুক্ত বা হাতল ছাড়া চেয়ার কম্পিউটার ব্যবহারের জন্য সবথেকে ভাল কারণ হাতল বেশি বড় হলে আপনার টাইপিং করতে বেশ সমস্যা হবে।
কম্পিউটার যখন কিনবেন বা বাইয়ে নেবেন উক্ত জিনিসগুলোর প্রতি একটু মনযোগ দিয়ে দেখেন।বেশ ভাল মানের কম্পিউটার বানাতে বা কিনতে পারবেন।