অদৃশ্য ফোল্ডার তৈরি করবেন যেভাবে উইন্ডোজে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 447 ভিউজ

এ এক ম্যাজিকের মতো ব্যাপার। পিসিতে খালি চোখে কিছুই আপনি দেখতে পাবেন না। অথচ থাকবে একটি ফোল্ডার! শুধুমাত্র মাউস নিলেই বোঝা যাবে সেখানে কিছু একটা আছে।

১. প্রথমে একটি ‘New Folder’ তৈরি করতে হবে ।

২. ‘New Folder’-এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে করে ‘Rename’ এ click করতে হবে।

৩. ‘Backspace’ চেপে ‘New Folder’ নামটি কাটতে হবে।

৪. তারপর কীবোর্ডের ‘ALT’ বাটন চেপে ধরে কীবোর্ড থেকে ক্রমানুসারে 255 চাপতে হবে।

৫. তারপর ‘Enter’ এ ক্লিক করলেই নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে যাবে।

এবার অদৃশ্য করার পালা:

১. ফোল্ডারটির ওপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ‘Properties’-এ ক্লিক করতে হবে।

২. ক্লিক করার পর শুরুতে পাঁচটি অপশন পাবেন। প্রথমটি ‘General’; শেষটি ‘Customize’। শেষটিতে ক্লিক করলে ‘Change Icon’ অপশন পাবেন।

৪. এখানেই মূলত অদৃশ্য করার অপশন। অনেকগুলো আইকন পাবেন। আইকনগুলোর ভেতরে অনেক ফাঁকা স্পেস থাকবে। একটিতে ক্লিক করে `Apply’ দিয়ে `Ok’-তে ক্লিক করলেই আপনার ফোল্ডারটি অদৃশ্য হয়ে যাবে। শুধু মাউস রাখলেই ফোল্ডারটির অস্তিত্ব বুঝতে পারবেন!

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন