জুম ২৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিভাইস আনলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 407 ভিউজ

নভেল করোনাভাইরাসে হোম অফিসের প্রচলন বাড়তে থাকার দিনে হার্ডওয়্যার ব্যবসায় নাম লেখালো ভিডিও স্ট্রিমিং সেবার প্রতিষ্ঠান জুম। তারা ১০৮০ পিক্সেলের টাচস্ক্রিন ডিভাইস আনার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী মাস থেকে পাওয়া যাবে বাজারে। জুমের সহযোগী প্রতিষ্ঠান ডিটিইএন এই স্ক্রিন তৈরি করছে। দাম পড়বে ৫৯৯ ডলার।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, স্ক্রিনে তিনটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার পাশাপাশি উন্নতমানের মাইক্রোফোন সুবিধা রাখা হয়েছে। ভিডিও-কলে থাকা অবস্থায় স্মার্ট ক্যামেরার সাহায্যে ভিউ অপটিমাইজও করা যাবে।

ট্যাবলেট আকারের ডিভাইসটি চালাতে জুম অ্যাকাউন্ট থাকতে হবে। ফোনের সঙ্গেও সিঙ্ক করা যাবে। জুমের সিইও এরিক ইউয়ান স্ক্রিনটির বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কয়েক মাস ধরে মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। এ কারণে প্রথমবারের মতো হার্ডওয়্যার আনার সিদ্ধান্ত নেওয়া।’

‘বাসা থেকে যারা কাজ করছেন, তাদের জন্য আলাদাভাবে উদ্ভাবনী ডিভাইস আনার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছিলাম। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে ডিভাইসটি তৈরির জন্য জুমের কর্মীদের নিয়ে আমি গর্বিত।’

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন