৩০ হাজার এমএএইচ এর পাওয়ার ব্যাংক আনলো শাওমি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 656 ভিউজ

১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৩০,০০০ এমএএইচ ব্যাটারিরি পাওয়ার ব্যাংক এনেছে শাওমি । নতুন এই মি পাওয়ার ব্যাংকের ফিচার আগের মি পাওয়ার ব্যাংক ৩ এর মতই। আগের ভার্সনে ৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেখানে নতুন পাওয়ার ব্যাংকে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। আবার আগের পাওয়ার ব্যাংকে যেখানে ২০,০০০ এমএএইচ এর ক্ষমতা ছিল, সেখানে নতুন পাওয়ার ব্যাংকের ক্ষমতা ৩০,০০০ এমএএইচ।

নতুন পাওয়ার ব্যাংকে বেশি ক্ষমতা থাকার কারণে আগের তুলনায় এটি অনেক বেশি ভারী ও আকৃতিতে চওড়া। কোম্পানির তরফে দাবি করা হয়েছে এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি ১০ দিনের বেশি চলবে। এর সাহায্যে রেডমি কে৩০ প্রো এর মত ফোন ৪.৫ বার ফুল চার্জ করা যাবে।

আবার সাড়ে দশবার ফুল চার্জ করা যাবে আইফোন এসই ২০২০। এই পাওয়ার ব্যাংকে একসাথে তিনটি ডিভাইস চার্জ করা যাবে। আপাতত এই পাওয়ার ব্যাংককে চীনে লঞ্চ করা হয়েছে, যার দাম প্রায় ২৫০০ টাক ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন