১৯ মিনিটে পূর্ণ চার্জ তার ছাড়াই

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 603 ভিউজ

স্মার্টফোনে পূর্ণ চার্জ নিয়ে সকালে ঘর ছেড়ে বেরোতে চাইলে রাতভর চার্জ দেওয়াই ছিল রীতি। সেদিন অবশ্য আগেই গত হয়েছে। গত সোমবার চীনা প্রতিষ্ঠান শাওমি ৮০ ওয়াটের তারহীন চার্জ করার প্রযুক্তি দেখিয়েছে। এটি দিয়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন শূন্য থেকে শতভাগ চার্জ করা যাবে ১৯ মিনিটে।

এই প্রযুক্তিতে মি ১০ প্রো স্মার্টফোন চার্জ করে সেই ভিডিও ইউটিউবে শেয়ার করেছে শাওমি। তাতে দেখা যায়, শূন্য থেকে ১০ শতাংশ চার্জ হয় মাত্র এক মিনিটে। ৮ মিনিটের কিছু বেশি সময়ে ৫০ শতাংশ এবং ৮০ শতাংশ চার্জ হতে সময় লেগেছে ১৪ মিনিটের কিছু বেশি।

ম্যাশেবল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, শাওমির এই চার্জ করার প্রযুক্তি সবচেয়ে দ্রুত গতির নয়। যেমন অপোর ১২৫ ওয়াটের চার্জিং প্রযুক্তি আছে। আর আইকুর ১২০ ওয়াটের চার্জিং প্রযুক্তিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শূন্য থেকে শতভাগ চার্জ হতে সময় লাগে ১৫ মিনিট।

তবে ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পার্থক্য হচ্ছে, শাওমি দেখিয়েছে তারহীন বা ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। নতুন এই প্রযুক্তি বাজারে আসতে খানিকটা সময় হয়তো লাগবে। তবে সবাই ওপথেই হাঁটছে। আর সব স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যেভাবে প্রতিযোগিতায় নেমেছে, তাতে হয়তো সকালবেলা কফি বানাতে বানাতে ফোনে পূর্ণ চার্জ হয়ে যাবে একদিন। ব্যাপারটা মন্দ হবে না।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন