হুয়াওয়ের ইএমইউআই ৫ কোটির মাইলফলকে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 311 ভিউজ

গত মাসে হুয়াওয়ে জানিয়েছিলো যে, এক কোটি ফোনে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইএমইউআই১০ চলছে। বৃহস্পতিবার উইবোতেতে এক পোস্টে আরেকটি মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

পোস্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ৫ কোটি ডিভাইসে এই সর্বশেষ ইন্টারফেস চলছে। গত আগস্টের ৯ তারিখে চীনে ইএমইউআই উন্মোচন করা হয়। এতে রয়েছে সিস্টেম-ওয়াইড ডার্ক মোড, রেসপনসিভ ইন্টারফেস এবং জিপিইউ টার্বো ৩.০ এর মতো বেশকিছু বুস্টার।

হুয়াওয়ে আরও জানায় যে, ইএমইউআই ১০ ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে কম্পিউটারে সাথে ফাইল আদানপ্রদান ও স্ক্রিণ মিররিং করতে পারবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন