স্যামসাং বাদ দিতে পারে মোবাইলের চার্জার

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 551 ভিউজ

বছরে কয়েক কোটি ফোন বিক্রি করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। নানান বিষয় চিন্তা করে আগামী বছর থেকে ফোনের বক্সে চার্জার না দেয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইটিনিউজ এ তথ্য জানিয়েছে।

স্যামসাং যদি এসব ফোনের সঙ্গে চার্জার না দেয়, তাহলে বিশাল অংকের টাকা বাঁচবে তাদের। তবে জানা গেছে, ই-বর্জ্য কমাতেই স্যামসাং-এর এমন সিদ্ধান্ত। অনেক ক্রেতার বাসায় একাধিক চার্জার থাকে। অতিরিক্ত চার্জারগুলো অব্যবহৃতই পড়ে থাকে।

ধারণা করা হচ্ছে, আগামী বছর গ্যালাক্সি এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে চার্জার নাও থাকতে পারে। চার্জার না দিলে ফোনের বক্সের আকার ছোট হবে। তবে চার্জার না দেয়ার কারণে দাম কমানোর বিষয়টি চিন্তা নাও করতে পারে প্রতিষ্ঠানটি।

এর আগে আগে গুজব ছড়ায়, ইউএসবি চার্জার ছাড়াই আসবে আইফোনের বক্স। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অ্যাপল। তবে একটি জরিপের মাধ্যমে অ্যাপল জেনে নিচ্ছে ইউএসবি চার্জারের প্রয়োজনীয়তা কতটুকু।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন