স্ন্যাপড্রাগণ ৭৩০ প্রসেসর থাকছে গুগল পিক্সেল ৪এ ফোনে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 388 ভিউজ

গত বছর মিডরেঞ্জ সেগমেন্টে বাজারে এসেছিল গুগল পিক্সেল ৩এ । এবার গুগল পিক্সেল ৪এ লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় পারদ চড়তে শুরু করেছে। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও গুগল পিক্সেল ৪এ রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই ফোনে থকবে একটি 5.81 ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৭৩০ প্রসেসর, পাঞ্চহোল ডিসপ্লে এবং ৩,০৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

গুগল পিক্সেল ৪এ ফোনটিতে ৫.৮১ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬১৮ ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এতে হেডফোন জ্যাক রয়েছে।

গুগল পিক্সেল ৪এ ফোনটিতে ৩,০৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকবে ৬ জিবি র‌্যাম + ৬৪জিবি অথবা ১২৮জিবি স্টোরেজ। থাকছে ১৮ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনে ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। গুগল পিক্সেল ৪এ ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন