যা করবেন কম্পিউটার বারবার রিস্টার্ট হলে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 427 ভিউজ

আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি।আর অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হই।আর এইরকমই একটা সমস্যা হলো কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়া।এই সমস্যার প্রধাণত ২ টা কারণ থাকতে পারে।একটা হলো হার্ডওয়্যার এর ত্রুটি আরেকটা হতে পারে ভারী কোন সফটওয়্যার বা ম্যালওয়্যার।তবে এই সমস্যার সমাধান করতে যা যা করতে হবে চলুন তা জেনে নেওয়া যাক।

সবার আগে জেনে নেই হার্ডওয়্যারের কেমন সমস্যার কারণে এমন হতে পারে।সবার আগে আপনার নিশ্চিত করতে হবে যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে আর আপনার পাওয়ার ক্যাবল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে।যদি দেখেন যে এইরকম জাতীয় কোন সমস্যাই হচ্ছে না তাহলে আপনি কেসিং খুলে একবার ভাল করে দেখুন যে সিপিইউ ফ্যানে ধুলা জমেছে কি না।যদি জমে থাকে তাহলে খুলে পরিষ্কার করুন আর সাথে ফ্যানের নিচে হিটসিঙ্ক ভাল করে পরিষ্কার করুন।এবারও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার হার্ডওয়্যার জাতীয় কোন সমস্যা নেই।

হার্ডওয়্যারের সমস্যা না থাকলেও আপনার কম্পিউটারে ভারি অ্যাপ্লিকেশান চালানোর ফলে রিস্টার্ট হতে পারে যদি আপনার কম্পিউটারের র‍্যামে যথেষ্ঠ পরিমাণ স্টোরেজ না থাকে।এক্ষেত্রে আপনি সেই সেই অ্যাপ্লিকেশানকে আনইন্সটল করতে পারেন আবার আপনি চাইলে নতুন কিছু র‍্যাম কিনে লাগাতে পারেন এতে আপনার সমস্যার সমাধান হলে হতেও পারে।আর পাশাপাশি ম্যালওয়্যারের আক্রমণের ফলে এমন হতে পারে।তাই আপনার কম্পিউটারকে একটা উপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন।

যদি আপনার বা আপনার পরিচতিও কারোর এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে তাকে উক্ত কাজগুলো করুন বা করতে বলুন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন