চীনে নতুন ৫জি স্মার্ট পণ্য আনতে পারে ম্যাকডনাল্ড’স। ১৫ এপ্রিল পণ্যটির বিস্তারিত জানাতে পারে ফাস্ট-ফুড চেইন প্রতিষ্ঠানটি। চীনা সংবাদমাধ্যম গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ৫জি পণ্য উন্মোচনের পরিকল্পনা করছে ম্যাকডনাল্ড’স। ইতোমধ্যেই ডিভাইসটির বেশ কিছু টিজার এবং প্রচারণামূলক ছবি শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্ট পণ্যটি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। আর ডিভাইসটিতে নতুন এবং দ্রুতগতির ‘৫জি’ নেটওয়ার্ক প্রযুক্তির ভূমিকা কী হবে তাও জানানো হয়নি। সম্ভবত নতুন এই পণ্যটিতে একটি পর্দা থাকবে। আর পর্দার চারপাশে থাকবে সরু বেজেল– খবর আইএএনএস-এর।
ফেসিয়াল রিকগনিশন সমর্থনের জন্য স্মার্ট এই ডিভাইসটিতে একটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে বলেও ধারণা করা হচ্ছে। স্পিকারের পাশাপাশি ৫জি নেটওয়ার্ক সমর্থন থাকবে এতে। নতুন এই পণ্য নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠেছে। ডিভাইসটি ম্যাকডনাল্ড’স এবং অন্য কোনো প্রযুক্তি ব্র্যান্ড একসঙ্গে বানাচ্ছে কিনা?
ফাস্ট-ফুড চেইনের সেবা আরও উন্নত করতে এই ডিভাইস আনা হচ্ছে কিনা? আপাতত এই প্রশ্নগুলোর স্পষ্ট কোনো জবাব নেই। ১৫ এপ্রিল ডিভাইসটি উন্মোচন করা হলে সম্ভবত এর বিস্তারিত জানাবে বিশ্বখ্যাত এই ফাস্টফুড চেইন।