জাপানে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু করতে চায় নকিয়া

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 299 ভিউজ

সামনের বছর মার্চে জাপানে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু করতে চায় নকিয়া। এ জন্য সেদেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। নিজেদের দেশের ৪জি নেটওয়ার্ককে ৫জিতে নিতে নকিয়ার সঙ্গে চুক্তি করেছে জাপানের শীর্ষ স্থানীয় টেলিকম কোম্পানি কেডিডিআই। ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়ার সঙ্গে কাজ করবে সুইডিশ কোম্পানি এরিকসনও। কেডিডিআইয়ের সঙ্গে নকিয়ার সম্পর্ক প্রায় দুই দশকের। ৫জি চালু করতে প্রতিষ্ঠানটি নকিয়ার এয়ারস্কেল সলিউশন ব্যবহার করবে।

৫জি চালু করতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নকিয়ার প্রায় ৪৮টি চুক্তি আছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে লাইভ নেটওয়ার্ক, লাতিন আমেরিকা, ইউরোপ, কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো অঞ্চল রয়েছে। যে দেশগুলোতে তারা ৪জি নেটওয়ার্ক সরবরাহ করে, সেখানে তাদের সুনাম আছে। নকিয়া মনে করছে, তাদের সেই সুনাম ৫জি নেটওয়ার্কের ব্যবসায়িক সাফল্য পেতে ভূমিকা রাখবে। জাপানে ৫জি নিয়ে কাজ করতে চেয়েছিল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং জেডটিই। কিন্তু সেদেশের সরকার তাদের গত বছরের শেষ দিকে বাধা দেয়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন