বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট হবে অ্যাপলের এ১৪

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 332 ভিউজ

গত বছর বাজারে আসা অ্যাপল ১১ সিরিজে ব্যবহৃত হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী মোবাইল প্রসেসর অ্যাপলের নিজস্ব চিপসেট এ১৩ বায়োনিক। এরই ধারাবাহিকতায় চলতি বছর অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ আইফোন ১২ সিরিজে থাকবে তাদের নেক্সট জেনারেশন চিপসেট এ১৪ বায়োনিক।

রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের আসন্ন এ১৪ চিপটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর।

সম্প্রতি টিপস্টার KomiyaLeaks টুইটারে নিশ্চিত করেছেন যে, এ১৪ বায়োনিক চিপসেটটি গত বছরের এ১৩ চিপের তুলনায় সিপিইউ পারফর্মেন্স ৪০ শতাংশ ও ৫০ শতাংশ বেশি জিপিইউ পারফর্মেন্স দিবে। সুতরাং বোঝাই যাচ্ছে আসন্ন আইফোন ১২ সিরিজে আইফোন ১১ সিরিজের তুলনায় অনেক বেশি পারফর্মেন্স বুষ্ট দেখা যাবে।

বিভিন্ন রিপোর্ট থেকে আরও জানা যায়, এ১৪ চিপটি ২০১৮ সালের iPad Pro’তে ব্যবহৃত এ১২এক্স বায়োনিক চিপকে সফলভাবে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন