ফোন ১৫ মিনিটেই চার্জ হবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 339 ভিউজ

ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্বলিত ফোন আনল অনার। দুইটি নতুন ফোন এনেছে প্রতিষ্ঠানটি। উভয় ফোনে থাকছে শক্তিশালী ব্যাটারি। ফোন দুইটি হলো-অনর প্লে ফোর টি এবং অনর ফোরটি প্রো। শুক্রবার বাজারে এসেছে ফোন দুইটি।

অনর প্লে ফোর টি ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা। অন্যদিকে অনর প্লে ফোরটি প্রোতে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ ও ট্রিপল ক্যামেরা। দুটি ফোনের ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে কার্ভড ডিজাইন ও গ্রেডিয়েন্ট ফিনিশ। আপাতত চীনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন।

অনর প্লে ফোরটি প্রো ফোনটি অ্যানড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টে মচালিত। এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন