চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে অল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আনলক প্রযুক্তির প্যাটেন্ট ফাইল করেছে । এই ধরণের প্রযুক্তি কোনো স্মার্টফোনে ব্যবহার করা হলে ফোনের ডিসপ্লের যেকোনো জায়গায় ট্যাপ করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার মাধ্যমে ফোন আনলক করা যাবে যা বায়োমেট্রিক সিকিউরিটি প্রযুক্তিকে উচ্চতর ধাপে পৌঁছাতে সাহায্য করবে।
সম্প্রতি হুয়াওয়ে অ্যান্ড্রয়েড অথরিটির কাছে নিশ্চিত করেছে যে, তারা চীন, ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান কোরিয়া এবং ইন্ডিয়ান মার্কেটের জন্য এই প্যাটেন্টটি ফাইল করেছে এবং অনুমোদনের জন্য অপেক্ষা করছে। প্যাটেন্টটির সাথে হুয়াওয়ে আরো কিছু ফিচারের কথা উল্লেখ করেছে, যার মধ্যে কোনো অ্যাপে ট্যাপ করামাত্রই ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার মাধ্যমে ব্যবহারকারীর প্রবেশাধিকার নিশ্চিত করা তার মধ্যে অন্যতম ফিচার।
এতে কোনো অ্যাপ ফিঙ্গারপ্রিন্ট দ্বারা লক করা থাকলে অ্যাপে প্রবেশের সময় সেন্সরে আঙুল রেখে স্ক্যান করার পরিবর্তে টাচ করার সাথে সাথেই স্ক্যান সম্পন্ন হবে যা ব্যবহারকারীর ঝামেলা কিছুটা হলেও কমাবে।
হুয়াওয়ে আরো জানায়, এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোন আনলক না করেই মেসেজিং অ্যাপগুলোর মেসেজ দেখা এবং সেগুলোর রিপ্লাই করা যাবে। এছাড়াও এই প্রযুক্তির সাথে আরো অনেক ধরণের ফিচার আসার সম্ভাবনা রয়েছে। এতোগুলো ফিচার থাকলেও ব্যবহারকারী চাইলেই সেটিংস থেকে অলস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট বন্ধ করে স্ক্রিনের নির্দিষ্ট কিছু অংশে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের জন্য সেট করে রাখতে পারবেন।