ফাইভজি সম্প্রসারণে জন্য হুয়াওয়েকে পাশে চায় ইতালি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 329 ভিউজ

ইতালিতে ভবিষ্যত ৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন দেশটির শিল্প মন্ত্রী। প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার রোমে সাংসদীয় কমিটিতে একথা বলেছেন তিনি।

নিজেদের প্রজন্মের নেটওয়ার্ক উন্নয়নে হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার না করা নিয়ে ইতালি ও ইউরোপীয় মিত্রগুলোর সঙ্গে লবিং করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হুয়াওয়ের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী জিটিইর সেবা নেয়ার ক্ষেত্রেও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে এসব কোম্পানি দেশগুলোর জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলে যুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, চীন-মার্কিন বাণিজ্য বিরোধের জেরে গত মে মাসে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করা হয়। ইউরোপীয় মিত্র দেশগুলোকেও এ সিদ্ধান্ত মানতে নানাভাবে প্রভাব খাটাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র।

এদিকে দুটি কোম্পানিই এ ধরনের কোনো ঝুঁকির কথা জোরালোভাবে অস্বীকার করেছে।

ইতালির এক স্থানীয় দৈনিককে পাতুয়ানেল্লি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইন পাস করেছি। সঠিক প্রতিরক্ষা ব্যবস্থায় হুয়াওয়ের পক্ষে জাতীয় নিরাপত্তায় অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না।

নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো হালনাগাদ করার জন্য সরঞ্জাম সরবরাহকারী বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে ইতালির বৃহত্তম ফোন কোম্পানি টেলিকম ইতালিয়া (টিআইএম)। সম্ভাব্য সরবরাহকারীর মধ্যে হুয়াওয়ে রয়েছে।

কিন্তু দেশের ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে হুয়াওয়ে ও জিটিইর অংশগ্রহণ রোধের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে গত সপ্তাহে ইতালির পার্লামেন্টারি নিরাপত্তা কমিটি জানিয়েছে। এদিকে সরকারের পক্ষে কমিটির এমন সুপারিশ উপেক্ষা করা কঠিন হবে না বলে সম্প্রতি মন্ত্রিসভার সহকারী সচিব রিকার্ডো ফ্র্যাক্কারো জানিয়েছেন। ফলে ইতালিতে হুয়াওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনাও ঝুলে যেতে পারে।

বিশ্বে টেলিকম কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে সুলভে ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন সরঞ্জাম সরবরাহ করছে হুয়াওয়ে। ফলে কোম্পানিটিকে বাদ দেয়া হলে নেটওয়ার্ক উন্নয়ন ব্যয়ও বেড়ে যাবে বহুগুণ। বিষয়টি উল্লেখ করে পাতুয়ানেল্লি বলেন, আমরা তুলনামূলক কম খরচে দেশজুড়ে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী। ব্যয় সাশ্রয়ের দিক থেকে হুয়াওয়ের প্রস্তাবই সেরা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন