নতুন তিন ফোন আনল ভিভো। এগুলো হলো ভিভো এক্স ৫০, ভিভো এক্স ৫০ এবং ভিভো এক্স ৫০ প্রো প্লাস। এই তিন ফোনেই ফাইভ জি কানেক্টিভিটির সঙ্গে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ভিভো এক্স ৫০ প্রোর প্লাসে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। দাম শুরু হচ্ছে ৪৯৯৯ ইয়েন থেকে।
ভিভো এক্স ৫০ প্রো এবং ভিভো এক্স ৫০ তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট। ভিভো এক্স ৫০ প্রোর দাম শুরু হচ্ছে ৪ হাজার ২৯৮ ইয়েন। অন্যদিকে ভিভো এক্স৫০ দাম শুরু হচ্ছে ৩৪৯৮ ইয়েন থেকে। আপাতত চীনে এই ফোনগুলো লঞ্চ করেছে ভিভো।
ভিভো এক্স ৫০ তে থাকছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট, ৮ জিবি র্যাম ও ২৫৬ স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ফাস্ট চার্জিং।