বর্তমানে বিকাশ আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে। আমাদের মধ্যে প্রায় সবাই কমবেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিকাশ এর সেবার উপর নির্ভরশীল। পূর্বে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে বিকাশ এজেন্টদের সাহায্য নিতে হত। এজন্যই বিকাশ ব্যাংক থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করার সুবিধা চালু করেছে।যেকোনো দরকারে ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করে খুব সহজেই তা বিকাশ এজেন্ট এর কাছ থেকে উত্তোলন করা যাবে।
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে গেলে প্রথমে ব্যাংক একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট এড করতে হবে। এরপরই ফান্ড ট্রান্সফার করা যাবে।
ব্যাংক একাউন্টে বেনিফিশিয়ারি এড করবেন যেভাবে
ওয়েব ব্রাউজার কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগিন করুন।
Manage Beneficiary অপশনে প্রবেশ করুন ।
নির্দেশিত ধাপগুলো অনুসরণ করুন ।
বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট যুক্ত করুন ।
উল্লিখিত পদ্ধতিগুলো যথাযথভাবে অনুসরণ করে থাকলে আপনি বেনফিশিয়ারি বিকাশ একাউন্ট এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন যেভাবে
ইন্টারনেট ব্যাংকিং এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে Fund Transfer অপশনে যান ।
ফান্ড এর উৎস অর্থাৎ একাউন্ট নাম্বার সিলেক্ট করুন ।
ট্রান্সফার অপশন থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন ।
বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেট করুন ।
টাকার এমাউন্ট এবং রেফারেন্স ইনপুট করুন ।
এরপর ব্যাংক এর নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন ।
গ্রাহকগণ কোনো ফি ছাড়াই অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্ট এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ভবিষ্যতে আরও বেশি ব্যাংক সাপোর্টেড লিস্টে যুক্ত হবে বলে আশা করা যায়।