অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটসের পর ‘শত কোটিপতি ক্লাবে’ যোগ দিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। কেননা ইতোমধ্যেই তার সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনস্টাগ্রাম রিলস নামের সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিংয়ের নতুন অ্যাপ চালুর ঘোষণার পর বৃহস্পতিবার ফেসবুকের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। আর ফেসকুতের ১৩ শতাংশের মালিকানা জাকারবার্গের হাতে থাকায় তার মোট সম্পদের পরিমাণ ১০০ বিলিয়নের মাইলফলক পার হয়ে যায়। এই প্রথম জাকারবার্গের সম্পদ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছুঁয়েছে।
ব্লুমবার্গের হিসাবে, এবছর জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার, যেখানে জেফ বেজোসের বেড়েছে ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার।