ট্রেনের টিকিট সে তো এক মহাযুদ্ধের নাম। এটা নিশ্চয় আমাদের অজানা নয় । যারা নিজে ট্রেনের টিকিট কিনেন তারা ঈদ এর আগে টিভিতে দেখে নিশ্চই বুঝে গিয়েছেন পরিস্থিতি কতটা ভয়াবহ। ইচ্ছে করলেই আপনিও খুব সহজেই ঘরে বসে ট্রেনের টিকিট কিনে নিতে পারবেন। যদিও সিস্টেমটা অনেক আগেরই তবে যারা না জানেন তাদের জন্য। উপায় অনেক গুলো আছে তার মধ্যে কয়েকটি উপায় বলছি।
কীভাবে ঘরে বসেই কিনবেন ট্রেনের টিকিট:
১ম পদ্ধতি এন্ড্রয়েড দিয়েঃ
আপনার এন্ড্রয়েড ফোন আছে এবার চলে যান প্লে স্টোর এ সার্চ দিন Gpay বা এখানে ক্লিক করুন । এক্ষেত্রে অবশ্যই আপনার GP সিম থাকতে হবে এবার এপ এ ঢুকুন এবার আশা করি নিজেই সব পারবেন না হলে হেল্প এ দেখুন ।
২য় যে কোন মোবাইল দিয়েঃ
এতে আপনার কাছে নোকিয়া ১১০০ থাকলেও হবে । প্রথমে টাইপ করুন । *777# তারপর মেনু আসবে সেখান থেকে ৩ মানে 3. Train Ticketing সিলেক্ট করুন।
এরপর Direct purchase এবার সিলেক্ট সোর্স আসবে মানে আপনি কোথায় থেকে যেতে চাচ্ছেন/ আপনি এখন কোথায় আছেন বা কোন স্টেশন থেকে উঠবেন সিলেক্ট করুন। এবার সিলেক্ট ডেসটিনেশন মানে আপনি কোথায় যাবে সিলেক্ট করুন । কোথায় যেতে চান তার প্রথম ৩ অক্ষএ লিখুন বড় হাতের যেমন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন ঢাকা এমনিতেই সিলেক্ট হবে চিটাগাং সিলেক্ট করার পর লিখুন CHI এবার আপনি আপনি কয় তারিখ যেতে চান লিখুন শুধু ডেট লিখুন অবশ্যই যে মাসে যাবেন সেই মাসেই বুকিং করতে হবে ।
এরপর কোন ট্রেনে যেতে চান সিলেক্ট করুন । এরপর কোন ক্লাস এ যেতে চান সেটা সিলেক্ট করুন। এরপর সিট বুকিং করুন কত জন যাবেন। এরপর কনফার্মেশন পেয়ে যাবেন । আরও বিস্তারিত ছবিসহ দেখতে এখানে ক্লিক করুন দেখে নিন।