গতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন ইন্টারনেট কানেকশান নেওয়ার আগে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 465 ভিউজ

আমরা অনেকেই ইন্টারনেট কানেকশান নিয়েছি আর কেউ হয়ত নেব নেব করছি। তবে প্রায় সবাই একটা সত্য না জেনে কানেকশান নেই।

তবে সেই সত্যটা কী? চলুন জেনে নেই,

এই সত্যটা হলো ইন্টারনেট স্পীডের আমাদের প্রায় সবাই শুধু কথা বলে ইন্টারনেট লাইন নিয়ে থাকি। আর এখানেই আছে সেই শুভঙ্করের ফাঁকি। এই ফাঁকিটা হলো বি নিয়ে। ইন্টারনেট কানেকশান নেওয়ার সময় আমরা সাধারণত হিসাব করি কত এমবিপিএস গতিতে মাসে কতটাকা বিল দেওয়া হবে। আর এই এমবিপিএস এর অর্থ দুই ধরণের হতে পারে।

একটা হলো মেগাবিট পার সেকেন্ড আরেকটা হলো মেগাবাইট পার সেকেন্ড। এই জায়গায় বুঝতে হবে যে মেগা বিট আর মেগা বাইট এক নয়। ৮ মেগা বিট পার সেকেন্ড গতি হলে তাকে বলা যায় ১ মেগা বাইট পার সেকেন্ড। আর আমরা এমবি দিয়ে যা বুঝে থাকি তা হলো মেগাবাইট কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইন্টারনেট স্পীড পরিমাপের ক্ষেত্রে মেগা বিট ব্যবহার করতে হবে যা কিনা সকল সার্ভিস প্রোভাইডার মেনে চলে।

সুতরাং আপনি যদি চুক্তি করে থাকেন যে ১ এমবিপিএস গতির ইন্তারনেট সেবা নিবেন তাহলে ধরে নিবেন যে আপনি ১ মেগাবাইটের ৮ ভাগের ১ ভাগ পরিমাণ ইন্টারনেট স্পীড পাবেন।

সুতরাং সামনেরবার যদি কেউ আপনাকে বলে যে তিনি ১০ এমবিপিএস স্পীড নিয়েছেন আর ১০০ মেগাবাইটের ফাইল নামাতে ১০ সেকেন্ড লাগে তাকে এই লেখাটি পড়তে দেবেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন