ফ্রান্সের সুপারকার নির্মাণকারী প্রতিষ্ঠান বুগাটি তৈরি করেছেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি। বিবিসির অনলাইন খবর থেকে জানা যায় অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে গাড়িটি কর বাদে কমপক্ষে ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি করা হয়। গাড়িটির আসল দাম এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, কোটি ডলারের বেশি দামে নতুন গাড়িটি বিক্রি করা করেছে। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বুগাটির দাবি, এটিই বিশ্বে এযাবৎকালের সবচেয়ে দামি গাড়ি। ১১০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুগাটির গাড়িটি তৈরি করে। নতুন এই গাড়ি দামের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙেছে। এর আগে রোলস রয়েস সোয়েপটেইল গাড়ি বিক্রি হত ৮০ থেকে ৯০ লাখ ডলারে। যা বাংলাদেশী টাকায় ৬৫-৭৫ কোটি টাকা বা তারও বেশি।
লা ভয়েচিয়ার নোয়ার নামে গাড়িটি কালো রঙের। গাড়িটি কালো কার্বন ফাইবার দিয়ে তৈরি। দেখতেও খুব সুন্দর। এতে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আছে নানা রকম বিলাসবহুল ব্যবস্থা। এছাড়া আছে ১৬টি সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি সর্বোচ্চ কত দ্রুত চলতে পারবে, তা নির্মাণকারী প্রতিষ্ঠান বুগাটি এখনো জানায়নি। তবে গাড়িটি ২ দশমিক ৪ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত গতি তুলেছে। এবং সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৬১ মাইল। ধারণা করা হচ্ছে, পোরশের প্রতিষ্ঠাতার নাতি ফার্দিনান্দ পিয়েচ গাড়িটি কিনছেন। নাতি ফার্দিনান্দ পিয়েচ ভক্সওয়াগন গাড়ির সাবেক প্রধান নির্বাহী। নির্মাতা প্রতিষ্ঠান বুগাটির মালিকানাও তাঁরই হাতে। বুগাটির বর্তমান প্রেসিডেন্ট স্টেপহেন উইঙ্কেলম্যান বলেন, লা ভয়েচিয়ার নোয়ার নামে গাড়িটি ৫৭ এসসি আটলান্টিক ধরনের প্রতি শ্রদ্ধাস্বরূপ তৈরি করা হয়েছে। ১৯৩৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে এ ধরনের গাড়ি মাত্র চারটি তৈরি হয়। সর্বশেষ আটলান্টিক গাড়ির মালিক ছিলেন ফ্যাশন ডিজাইনার র্যালফ লরেন। নতুন এই গাড়ি পুরো বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। এর ফলে নির্মাণকারী প্রতিষ্ঠান বুগাটির পরিচিতিও রাতারাতি বেড়েছে আকাশ চুম্বী।