আইপ্যাড প্রো ট্র্যাকপ্যাডে ‘আরও শক্তিশালী’

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 281 ভিউজ

অ্যাইপ্যাড ব্যবহারের অভিজ্ঞতাকে পাল্টে দিতে ট্র্যাকপ্যাড-সম্বলিত ম্যাজিক কীবোর্ড এনেছে অ্যাপল। একটি ভিডিওর মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানটি দেখিয়েছে, এই ধরনের ট্র্যাকপ্যাডের কারণে অ্যাইপ্যাড কতটা শক্তিশালী হতে পারে। ভিডিওতে কোনো নতুন তথ্য হাজির না করলেও অ্যাপল ট্র্যাকপ্যাড ব্যবহারের সংক্ষিপ্ত একটা ধারণা দিয়েছে।

একই সঙ্গে কাস্টমাইজড করার কৌশলও দেখা গেছে। এই ম্যাজিক কীবোর্ড ২৯৯ ডলারে কিছুদিন আগে বিক্রি শুরু হয়েছে। এতদিন শুধুমাত্র ১১-ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রোতে ব্যবহার করা যেত। কিন্তু অ্যাইপ্যাডের শেষ ভার্সনে সব মডেলের জন্য ট্র্যাকপ্যাড সাপোর্ট করবে।

এর মধ্যে সপ্তম প্রজন্মের অ্যাইপ্যাড যেমন রয়েছে, তেমনি তৃতীয় প্রজন্মের আইপ্যাড এয়ারও রয়েছে। অ্যাপল বিবৃতিতে জানিয়েছে, এই মডেলের জন্য ব্যবহারকারীরা ট্র্যাকপ্যাড সম্বলিত থার্ড-পার্টি কীবোর্ডও কিনতে পারবেন। একই সঙ্গে ম্যাজিক ট্র্যাকপ্যাড ২-ও যুক্ত করা যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন