অবমুক্ত হলো ৬ তরুণের স্বপ্নের অনডিমান্ড সুপার অ্যাপ- ‘আনুন’। রাজধানী নয়, অ্যাপটি আনা হয়েছে টাঙ্গাইল, আশুলিয়া, সাভার, জয়পুরহাট, মির্জাপুর, মানিকগঞ্জ ও কেরানিগঞ্জসহ ঢাকার বাইরের ৩০টি শহর ও গ্রামীণ জনপদের মানুষের জন্য।
সব্জি, খাবার, ওষুধ, কৃষি উপকরণ, ই-শপ ছাড়াও অনুদান এবং পডকাস্টে শিক্ষার্থীদের অনুশীলন সুবিধা মিলিয়ে ১৩টি সেবা নিয়ে চালু হয়েছে কম ব্যান্ডউইথের এই অ্যাপটি। আছে অ্যাম্বুলেন্স ও পার্সেলের ফ্রিল্যান্সার রাইডার সেবা। নগদ ও আনুন পে’র মাধ্যমেই চলবে সকল লেনদেন।
মফস্বল কেন্দ্রিক ক্রাউডসোর্স ও এআই ভিত্তিক এই অ্যাপটি বুধবার রাতে উদ্বোধন করেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক।
এসময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ শিবলী শাহরিয়ার ছাড়াও সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ইজাজ উর রহমান এবং স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের কনসালটেন্ট দেওয়ান আদনান। উপস্থিত ছিলেন- আনুন সিইও মাসুম আকন্দ সহ-উদ্যোক্তা দেবাশীষ সরকার তমাল, তানভীর ইসলাম, রেজাউল তানভীর তুহিন, হৃদয় কর্মকার ও ফাহামিদুর রহমান।