কোনো পণ্য আনার পর সেটিকে আরও নিরাপদ করতে তার ত্রুটি ধরার লড়াই শুরু করতে হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। সেই লড়াই করতে গিয়ে এবার মাইক্রোসফট তাদের নতুন ক্রোমিয়াম এজ ব্রাউজারের জন্য বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করেছে। আর সেই প্রোগ্রামের মাধ্যমে মাইক্রোসফট সারা বিশ্বের হ্যাকারদের আমন্ত্রণ জানিয়েছে। সেই সঙ্গে পুরস্কার রাখা হয়েছে এক হাজার থেকে শুরু করে ৩০ হাজার ডলার। প্রতিষ্ঠানটি পুরস্কারগুলোকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছে।
স্পুফিং এবং টেম্পারিং রিপোর্টের জন্য পুরস্কার রেখেছে এক হাজার থেকে ছয় হাজার ডলার। তথ্য প্রকাশ এবং কোড পরিবর্তনের মতো দুর্বলতা বের করতে পারলে পুরস্কার দেয়া হবে এক থেকে দশ হাজার ডলার। ইলেভেশন অফ প্রিভিলেজ কম্বিনেশনের ত্রুটি বের করতে পারলে দেয়া হবে পাঁচ হাজার থেকে ১৫ হাজার ডলার। মাইক্রোসফটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জ্যারেক স্ট্যানলি জানান, মাইক্রোসফট এজ এর পরবর্তী সংস্করণ আনার জন্য এই বাগ বাউন্টি প্রোগ্রাম করতে পেরে তারা খুশি। নিরাপত্তা গবেষণা কমিউনিটির সঙ্গে তাদের অংশীদারিত্ব আরও বৃদ্ধি ও জোরদার করতে তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। সম্প্রতি, উইন্ডোজ ১০, ৭, ৮, ৮. ১ এবং ম্যাকোসের জন্য ক্রোমিয়ামভিত্তিক এজ বেটা চালু করেছে প্রতিষ্ঠানটি।