হুয়াওয়ের উদ্যোগ শিল্পখাতে পঞ্চম প্রজন্মের ফিক্সড নেটওয়ার্ক আনতে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 287 ভিউজ

১৭তম হুয়াওয়ে বৈশ্বিক অ্যানালিস্ট সামিটে ইউরোপিয়ান টেলিকমিউনিকেশনস স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট (ইটিএসআই), চায়না ব্রডব্যান্ড ডেভলপমেন্ট অ্যালায়েন্স, অ্যালটিস পর্তুগাল এবং হুয়াওয়ে যৌথভাবে ফিফথ জেনারেশন ফিক্সড নেটওয়ার্ক (এফফাইভ-জি) বিষয়ক একটি সংগঠন তৈরি করেছে। পাশাপাশি, প্রবৃদ্ধিশীল শিল্পখাত নির্মাণের লক্ষ্যে ফিক্সড নেটওয়ার্ক খাতে বৈশ্বিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম অংশীদারদের এফফাইভ-জি সংগঠনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

ইন্টারনেট অব এভরিথিংয়ের (আইওই) যুগে, সবক্ষেত্রে কানেক্টিভিটিই ইন্টেলিজেন্ট সোসাইটির ভিত্তি হিসেবে কাজ করবে। ওয়্যারলেস ও ফিক্সড কানেক্টিভিটি ফিফথ জেনারেশনে প্রবেশ করেছে এবং ফাইভজি ও এফফাইভ-জি সেবার ক্ষেত্রেও প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে। বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশের ক্ষেত্রে ফাইভ-জি+এফফাইভ-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে, ফিক্সড নেটওয়ার্ক প্রযুক্তি এখনো ইন্ডাস্ট্রির ঐক্যহীনতার মুখোমুখি হচ্ছে, যা বৈশ্বিকভাবে এ শিল্পখাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভারসাম্যপূর্ণ চমৎকার একটি ইকোসিস্টেম তৈরি হয়েছে। এক্ষেত্রে, ফিক্সড নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একই রকম সহযোগিতামূলক অবস্থান তৈরি করা জরুরি।

ইটিএসআই ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন গ্রুপ এফফাইভ-জি’র (আইএসজি এফফাইভ-জি) চেয়ারম্যান লুকা পেসান্দো বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি ইটিএসআই আনুষ্ঠানিকভাবে আইএসজি এফফাইভ-জি চালু করে, যার লক্ষ্য ছিলো পূর্ববর্তী সমাধান এবং নতুন বৈশিষ্ট্যগুলোর সাথে সাযুজ্য রেখে সংশোধনযোগ্য উন্নয়নের মাধ্যমে ফিক্সড নেটওয়ার্কের বিবর্তনকে বোঝা; প ম প্রজন্মের ফিক্সড নেটওয়ার্কে বাসার ফাইবারকে সবজায়গায় সর্বত্র ফাইবার সুবিধায় রূপান্তর এবং এফফাইভ-জি ব্যবহারের তিনটি প্রধান ক্ষেত্র: ফুল-ফাইবার কানেকশন (এফএফসি), এনহ্যান্সড ফিক্সড ব্রডব্যান্ড (ইএফবিবি) ও গ্যারান্টেড রিলায়্যাবল এক্সপেরিয়েন্স (জিআরই) নিয়ে গবেষণা করা। আমরা এ শিল্পের সকল অংশীদারদের ইটিএসআই আইএসজি এফফাইভ-জি উদ্যোগে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। যাতে করে, তারা এক্ষেত্রে অবদান রাখতে পারে, ব্যক্তি এবং সমাজের বিকাশে ভূমিকা রাখতে পারে; এবং সর্বোপরি, এফফাইভ-জি যুগে ফাইবার টেকনোলজির মাধ্যমে সমাজ জীবনে অবদান রাখতে পারে।’

এমআইআইটি’র কমিউনিকেশন টেকনোলজি স্টিয়ারিং কমিটির ডেপুটি ডিরেক্টর এবং চায়না টেলিকমের টেকনোলজি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ওয়েই লেপিং বলেন, ‘ফাইভজি-র মতো নতুন প্রযুক্তি ও অ্যাপ্লিকেশন বিস্তৃত পরিসরে স্থাপন ও সমর্থনের জন্য এবং সম্ভাব্য সকল অ্যাপ্লিকেশনে ফাইবার নেটওয়ার্ক ব্যবহার উৎসাহিত করার জন্য, এ শিল্পকে এফফাইভ-জি’র ওপর আলোকপাত করে তিনটি সাধারণ অ্যাপ্লিকেশন: ট্রান্সপোর্ট, অ্যাকসেস ও কাস্টমার প্রেমিসেস নেটওয়ার্কের আওতায় সমন্বিত স্পেসিফিকেশন গঠন করা জরুরি। এটি অপ্রয়োজনীয় সামঞ্জস্যহীন প্রাইভেট স্পেসিফিকেশন কমাতে পারবে এবং অপটিক্যাল শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে ভূমিকা রাখবে।’

চায়না অ্যাকাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (সিএআইসিটি) টেকনোলজি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর এবং চায়না ব্রডব্যান্ড ডেভলপমেন্ট অ্যালায়েন্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল আও লি বলেন, ‘চীন দ্রুতগতিতে এফফাইভ-জি যুগের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে ১০০এম ফাইবার ব্রডব্যান্ড জনপ্রিয় হচ্ছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষে, গিগাবিট ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ১৯ লাখ ৭০ হাজারে পৌঁছে গিয়েছিলো। ডিজিটাল অর্থনীতিকে ত্বরান্বিত করতে চীন এফফাইভ-জি অ্যাপ্লিকেশন উদ্ভাবন ত্বরাণ্বিত করছে, যা অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে।’

অ্যালটিস পর্তুগালের সিটিও লুইস আলভেইরিনহো বলেন, ‘ডিজিটালাইজেশন, কনভারজেন্স ও সম্পূর্ণরূপে ফাইবার কানেক্টিভিটির ধারায় আমরা গিগাবিট সমাজে প্রবেশ করেছি। কার্যকরী উপায়ে গ্রাহক চাহিদা পূরণে ইউরোপে উচ্চ সক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের (ভেরি হাই ক্যাপাসিটি নেটওয়ার্কস – ভিএইচসিএন) কৌশলগত রূপান্তরে সামনে থেকে কাজ করতে পেরে অ্যালটিস পর্তুগাল গর্বিত। তবে, সামনের দিনগুলোতে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠাম সমাজ ও দেশের উপকারে সব জায়গায়, সর্বত্র নতুন সেবা ও ফাইবার সহজলভ্য করতে পরবর্তী প্রজন্মের ফিক্সড নেটওয়ার্কে নতুন ফ্রেমওয়ার্ক গঠনে আমরা ইটিএসআই এফফাইভ-জি আইএসজি নিয়ে কাজ করছি।’

হুয়াওয়ের বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড ওয়্যাং বলেন, ‘একটি ক্রমবর্ধনশীল শিল্প অবশ্যই অন্তর্ভুক্তিমূলক মানদ- ও ইকোসিস্টেমের মাধ্যমে তৈরি করা উচিত। এক্ষেত্রে, সমন্বিত অপটিক্যাল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমে প্রস্তাবিত এফফাইভ-জি’র উপযুক্ত সময় এখনই। ফাইভ-জি যুগে প্রবেশে হুয়াওয়ে ইন্টেলিজেন্ট অপটিক্স নেটওয়ার্ক স্ট্র্যাটেজি প্রস্তাব করেছে। এই কৌশল অপটিক্যাল ট্রান্সপোর্ট ও অপটিক্যাল অ্যাকসেস ডোমেইনস এবং উদ্ভাবনী পণ্যসমূহ – অপ্টিএক্সট্রান্স, অপটিএক্সঅ্যাক্সেস ও অপ্টিএক্সস্টার সিরিজ চালু করার পথকে মসৃণ করে সর্বত্র বিদ্যমান অপটিক্যাল কানেক্টিভিটি তৈরির মাধ্যমে সহজেই এসব সেবার উন্নত অভিজ্ঞতা দেবে।’

বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবক্ষেত্রেই ফাইবার সুবিধা বিস্তৃত করবে এফফাইভ-জি, তৈরি করবে নানা সেবার সুযোগ। সামগ্রিক এফফাইভ-জি শিল্পের ইকোসিস্টেমে, এফফাইভ-জি বাজার প্রবৃদ্ধি ও বৈশ্বিক অপটিক্যাল শিল্পে নতুন যুগের সূচনায় সহায়তা করবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন