গত মাসে হুয়াওয়ে জানিয়েছিলো যে, এক কোটি ফোনে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইএমইউআই১০ চলছে। বৃহস্পতিবার উইবোতেতে এক পোস্টে আরেকটি মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
পোস্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ৫ কোটি ডিভাইসে এই সর্বশেষ ইন্টারফেস চলছে। গত আগস্টের ৯ তারিখে চীনে ইএমইউআই উন্মোচন করা হয়। এতে রয়েছে সিস্টেম-ওয়াইড ডার্ক মোড, রেসপনসিভ ইন্টারফেস এবং জিপিইউ টার্বো ৩.০ এর মতো বেশকিছু বুস্টার।
হুয়াওয়ে আরও জানায় যে, ইএমইউআই ১০ ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে কম্পিউটারে সাথে ফাইল আদানপ্রদান ও স্ক্রিণ মিররিং করতে পারবে।