রোবট স্কাউট অ্যামাজনের পণ্য ডেলিভারি দেবে

কর্তৃক নাহিদ পারভীন
0 মন্তব্য 702 ভিউজ

রোবট নিয়ে মানুষের কল্পনা-জল্পনার শেষ নেই। অনেক আগেই ধারনা করা হয়েছে যে বিংশ্ব শতাব্দীতে থাকবে রোবটের রাজত্ত্যে। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে উন্নত দেশ গুলো। এবার বিভিন্ন পণ্য ডেলিভারি রোবটের পরীক্ষামূলক ব্যবহার চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইনে কেনাকাটা প্রতিষ্ঠান অ্যামাজন। এটা মূলত ছোট একটি ট্রাক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরে ডেলিভারি রোবটের পরীক্ষা চালিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান। এই রোবটের নাম দেয়া হয়েছে স্কাউট। তারই ধারাবাহিকতায় এবার অ্যামাজন এই স্কাউট রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পায়ে হাঁটা পথে এর পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে। তথ্য সূত্রে আরো জানা গেছে বর্তমানে অ্যামাজন পণ্য ডেলিভারি কাজে ৬টি রোবট নিয়ে কাজ করছে। মুলত এগুলো মানুষের ‘হাঁটার গতিতে’ পণ্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবার দ্বায়িত্তে নিয়োজিত থাকবে। বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রমে চলছে তাই শুরুতে দিনে একবার রোবটের সাহায্যে পণ্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়ার চেষ্টা চলছে। এ সময় রোবটের পাশাপাশি অ্যামাজনের একজন কর্মীও সঙ্গে থাকছেন। স্কাউট রোবট এমনভাবে তৈরি করা হয়েছে যেন পথে পোষা প্রাণি, পথচারী এবং অন্যকিছুর সঙ্গে সংঘর্ষ না হয়।

পরীক্ষামূলক এই কার্যক্রমে সফল হলে রোবটকে দিয়ে দিনে একের অধিকবার ব্যবহার করা যাবে এবং রোবটের সঙ্গে কোন কর্মীকেও আর দেওয়া প্রয়োজন হবে না। অ্যামাজনের পাশাপাশি রোবোটিক্স প্রতিষ্ঠান স্টারশিপ টেকনোলজিসও এ ধরনের ডেলিভারি রোবট তৈরি করছে। স্বয়ংক্রিয় এসব রোবট ভার্জিনিয়ার শিক্ষার্থীদের কাছে কফি ও পিজা পৌঁছে দেবে। স্কাউট রোবট দিয়ে কিভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে তার একটি নমুনা ভিডিও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বাসা থেকে বের হয়েই রোবটের কাছ থেকে পণ্য বুঝে নিচ্ছেন গ্রাহকরা। পরীক্ষামূলক ব্যবহার হওয়ায় এর সম্পূর্ণ কার্যক্রম এখনও ব্যাখ্যা করা হয়নি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন