রিয়েলমির নতুন ফোন আসছে, ১০ মিনিটেই ফুল চার্জ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 322 ভিউজ

ফাস্ট চার্জিং-এর প্রযুক্তি এখন প্রায় সব ফোনেই আছে। কিন্তু ১৩ মিনিটে ফুল চার্জ? কিছুদিন আগেই অপো ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে তাদের রেনো সিরিজ লঞ্চ করেছিল। তবে এবার আরেক চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি নিয়ে আসছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

রিয়েলমি দাবি, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় ৪ হাজার ব্যাটারি চার্জ দিতে মাত্র ১০ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৩ মিনিটেই হবে ৫০% চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে রিয়েলমি। তবে, এই বিশেষ চার্জিং প্রযুক্তি কোন ফোনে ব্যবহার করা হবে, তা নিয়ে এখনই মুখ খুলতে চায়নি রিয়েলমি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন