ফ্রি ওয়ার্কশপ, করোনা পরবর্তী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 400 ভিউজ

কভিড-১৯ বা করোনা প্রকোপে কেটে গেলো কয়েকটি মাস। এর মধ্যে পরিবর্তন এসেছে দেশের বিভিন্ন পর্যায়ে। তেমনই অর্থনীতির উপরেও এসেছে প্রচন্ড চাপ। এ চাপ শুধু দেশীয় নয়, সামগ্রিক ও প্রতিটি মানুষের। বহু মানুষ হারিয়েছে চাকরি, অনেকের পার্ট-টাইম আয় বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে অনেকেই চেষ্টা করছেন কিভাবে ঘরে বসে আয় করা যায়। ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয়ের জন্য অনেকেই খুঁজে বেড়ান স্থায়ী সমাধান।

কোভিড পরবর্তী সময়ে ফ্রিল্যান্সিং, ইউটিউব , ফেসবুক মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের কম্বো অনলাইন ট্রেনিং অফার করছেন ডিজিটাল মার্কেটার ও কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। কভিড পরবর্তী নিজেকে আরো একটু ঢেলে সাঁজাতে ও নিজেকে ফ্রিল্যান্সিং আয়ে সক্ষম হিসেবে গড়ে তুলতে কোর্সগুলো সহায় হতে পারে।

এই কোর্সে যা যা থাকবে, ফেসবুক ফর বিজনেস, ইউটিউব ফর বিজনেস, গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গাইড, ফেসবুক মার্কেটিং ও পেইজ ম্যানেজমেন্ট, ফেসবুক বিজনেস সুইট, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইউটিউব আর্নিং ও মার্কেটিং এবং ই-কমার্স মার্কেটিং। কোর্স শেষ করলে আপনি পাচ্ছেন প্রোফেশনাল সার্টিফিকেট। সম্পূর্ণ কোর্সটি হবে অনলাইনে।

কোর্সটি শুরু হবে ১৫ অক্টোবর মোট ২০ টি ক্লাস। কোর্স শুরুর আগে ৮ অক্টোবর রাত ৮ টা ১০ মিনিটে অনলাইনে ফ্রি ওয়ার্কশপ করতে পারেন গুগল মিট এর মাধ্যমে। ওয়ার্কশপে অংশ নিতে: https://forms.gle/eRPRhmgVXaNiUwx57

এ এম হাসান নাসিম বিগত ১২ বছর থেকে এখন পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এর উপরে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। তিনি বর্তমানে দেশের সুনামধন্য একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সাথে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন। ফাইভার, ফ্রিলান্সার ও পিপল পার আওয়ার সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করেছেন।

তার নিজ ডিজিটাল বা ইন্টারনেট মার্কেটিং প্রতিষ্ঠান জানালা ডট নেট ২০১৩ থেকে অনলাইন ভিত্তিক সেবা প্রদান করে আসছে এবং বিভিন্ন অনলাইন ও অফলাইন কোর্স অফার করে থাকে। দেশ পরিচিত ইউটিউব চ্যানেল বিডি ভিউজ, আইকনিক ফোকাস ২৪ টিভি সহ বিভিন্ন প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ডিজিটাল মার্কেটিং ও ভিডিও মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছেন।

যোগাযোগঃ ইনবক্স করুন এ এম হাসান নাসিম অফিসিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/DigitalMarketerNasim)

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন